ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় রাস্তা ও ব্রীজসহ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন ধোবাউড়া – হালুয়াঘাট আসনের সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম। উন্নয়ন প্রকল্প গুলো হলো পোড়াকান্দুলিয়া জিসি বেতগাছিয়া মৌলভী বাজার সড়ক, কলসিন্দুর জিসি থেকে হোসেনপুর- মুন্সিরহাট সড়ক, মুন্সিরহাট ভায়া এরশাদ বাজার গলইভাঙ্গা সড়ক, গোয়াতলা জিসি থেকে আছিরগঞ্জ – ছনাটিয়া সড়ক, এরশাদ বাজার ভায়া কোদন বাজার- সাপমারি বাজার, চারুয়াপাড়া ভায়া বাকপাড়া এবং সাদ্দাম বাজার সড়ক, দুধনই টু কলসিন্দুর সড়ক, কলসিন্দুর ভায়া রায়পুর সড়ক, কলসিন্দুর চারুয়াপাড়া সড়কে গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
এসব উন্নয়ন প্রকল্প গুলো বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
উন্নয়ন প্রকল্প উদ্বোধন এর সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক শওকত উসমান, মোস্তফা কামাল হোসেন খান, সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, উপজেলা যুবলীগের আহবায়ক ডাঃ আসাদুজ্জামান আকন্দ সাগর, আওয়ামী লীগ নেতা অধ্যাপক উসমান আলী, কৃষক লীগের সভাপতি মজনু মৃধা, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসাইন খান, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল হক, এরশাদুল হক, সেচ্ছসেবক লীগের সাবেক আহবায়ক আফতাব উদ্দিন বাবুল, আওয়ামী লীগ নেতা আব্দুল শফিক তালুকদার, আশিকুজ্জামান সুজন মেম্বার, প্রমুখ।