২০১৮ সালে প্রথম স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণের পর বাংলাদেশ এখন দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে, রোববার বিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেছেন।
দ্বিতীয় স্যাটেলাইটের চুক্তি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে চূড়ান্ত হবে এবং দুই থেকে তিন বছরের মধ্যে এটি উৎক্ষেপণ করা হবে বলে জানান তিনি।
কর্মকর্তার মতে, দ্বিতীয় স্যাটেলাইট যেটি “বাংলাদেশ আর্থ অবজারভেটরি স্যাটেলাইট” হবে তা প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ, কৃষি সম্পদ ব্যবস্থাপনা, পরিবেশগত পরিবর্তন মূল্যায়ন এবং অন্যান্য কাজে ব্যবহার করা হবে।
মাহমুদ অবশ্য আশা প্রকাশ করেন যে দেশের প্রথম স্যাটেলাইটটির আয়ুষ্কাল তিন বছর বাড়িয়ে 18 বছর হতে পারে।
অনুষ্ঠানে বক্তৃতায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, দ্বিতীয় স্যাটেলাইটের জন্য ফ্রান্সের সঙ্গে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
তিনি বলেন, নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে।