বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দেওখোলা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক এম এ মান্নান কে গ্রেফতার করেছে র্যাব-১৪
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, অপহরণ, চোরাচালান, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ তাঁর দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
উল্লেখ্য যে, গত ০৪ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বাহির হয়। উক্ত গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর আক্রমন তথা নাশকতামূলক কর্মকাণ্ড চালায় । এ প্রেক্ষিতে ওমর ফারুক (৩৪) বাদী হয়ে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় একটি নাশকতামূলক মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬, তারিখঃ ১৮/০৮/২০২৪ খ্রি. ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(৩) তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩৩২/৩৩৩/৩৫১/৩২৩/ ৩২৫/৩২৬/৩০৭/৪২৭/১১৪ পেনাল কোড। মামলা রুজুর পর র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে দ্রুত কার্যক্রম গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায়, ইং ২৮/১০/২৪ খ্রিঃ তারিখ সময় অনুমান ১০:৩০ ঘটিকায় র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহের একটি আভিযানিক দল ফুলবাড়িয়া থানাধীন দেওখোলা বাজারে অভিযান পরিচালনা করে আসামী এম এ মান্নান (৫০), পিতাঃ গনি মন্ডল , থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।