মাত্র দুই ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা নগরীর বিভিন্ন সড়ক।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন গাড়ির চালক, যাত্রীসহ সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, নগরীর শান্তিধাম মোড়, টুটপাড়া, বাইতিপাড়া, স্যার ইকবাল রোড, শামসুর রহমান রোড, পিটিআই মোড়সহ বিভিন্ন এলাকা। এসব সড়কে হাঁটু সমান পানিতে বিকল হয়ে যায় অনেক যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।
জলাবদ্ধতা নিরসনে গত পাঁচ বছরে শত শত কোটি টাকা ব্যয় করলেও জলাবদ্ধতা দূর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা, দায়ী করেন অপরিকল্পিত পরিকল্পনাকে।