গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে ভবন নির্মাণ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তিতাস গ্যাসের লাইন। ময়মনসিংহে গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে এবং মেরামত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা যায়। তবে ভবন মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কি-না এ বিষয়ে জানা যায়নি।
জানা গেছে, গত ২৪-৬-২০২৪ ইং ময়মনসিংহ ত্রিশাল থানাধীন নারায়ণপুর গ্রামে একটি কারখানার ভবন নির্মাণের সময় তিতাস গ্যাসের ঢাকা-ময়মনসিংহ সংযোগ পাইপলাইন ক্ষতিগ্রস্থ হয়। এই কারণে ময়মনসিংহের বিভিন্ন স্থানে গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তিতাস গ্যাসের ডিজিএম নারায়ণ চন্দ্র দে জানিয়েছেন, অত্যন্ত জটিল ও স্পর্শকাতর এই মেরামত কাজ ইতোমধ্যে চলমান রয়েছে এবং আজকের মধ্যেই গ্যাস সংযোগ পুনঃস্থাপিত হওয়ার ব্যাপারে তিনি আশা প্রকাশ করেন।