মোঃ সারোয়ার জাহান ( সোহাগ)
…………………………
তোমাকে খুঁজে বেড়াই জনপদ থেকে জনপদে
নয়ানাভিরাম দুর্ভেদ্য দ্বীপে দ্বীপে ।
দুর্গম পাহাড় ,
পর্বত আর গিরীখাতে।
তপ্ত মরুতে আর শান্ত ও নির্জন বনে
খুঁজে বেড়াই তোমাকে এক মনে ।
তোমাকে খুঁজে বেড়াই অরোরার দেশে ,
তোমাকে খুঁজে বেড়াই অরন্যঘেরা অপরূপ ঝর্নার পাশে
কোথাও তোমাকে না পেয়ে ফিরি
চরম বিষন্ন মনে ।
অবাক হয়ে দেখি
তুমি বসে আছো
আমারই ছোট্ট ঘরে !