জামালপুর জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনায় সু-যোগ্য অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ এর নেতৃত্বে ও তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ (৩১ মে) রাত ১২:৫০ ঘটকায় জামালপুর জেলার মেলান্দহ থানাধীন দূরমুট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ১। মো. বেলাল শেখ (৪৫) পিতা- মৃত করিম শেখ,গ্রাম-সুলতান খালি(মাইচ্ছা পাড়া) এর বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া তাহার বসতঘর থেকে দুইটি সাদা প্লাস্টিকের বস্তায় একটিতে ২৬ কেজি এবং অপরটিতে ১৪ কেজি মোট ৪০( চল্লিশ) কেজি গাজাঁ উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জানান, ইউপি সদস্য বেশ কিছুদিন যাবৎ সকলের অগোচরে মাদক কারবার পরিচালনা করিয়া আসিতেছিল। এই ঘটনায় গ্রেফতারকৃত ইউপি সদস্যের বিরুদ্ধে ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৯(গ) রুজু করা হয়েছে। আসামীকে ০৭(সাত)দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।