গত শুক্রবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্ধুর বাসায় যাওয়ার সময় ওই বাংলাদেশি দুর্ঘটনার কবলে পড়েন। এক্সপ্রেস রেল লিঙ্ক এসডিএন বিএইচডি (ইআরএল) নামের একটি ট্রেন তাকে ধাক্কা দেয়।
শনিবার (১৫ জুন) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি জানায় সেরডাং জেলার পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার এ এ আনবালাগান। এর আগে দুর্ঘটনার পর রাত ৯টার দিকে দুর্ঘটনার একটি প্রতিবেদন দেন সেরি কেম্বানগানের কেএলআইএ এক্সপ্রেসের নিরাপত্তা বিভাগ।
মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সেলাঙ্গর রাজ্যের তামান সেরডাং পেরদানার কাছে কেএলআইএ এক্সপ্রেস-এর রেললাইন পার হওয়ার সময় তাকে ধাক্কা দেয় ট্রেন।
মৃতের নাম-পরিচয় জানায়নি কর্তৃপক্ষ। তবে তার বয়স ৪২ বছর বলে জানা গেছে।