শেরপুরের ঝিনাইগাতীতে চোরাই পথে আনার সময় ৫শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়ন বাকাকুড়াএলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলো– জেলার শ্রীবরদী উপজেলার গেরামারা গ্রামের আব্দুল্লাহ খন্দকারের ছেলে মোরশেদ খন্দকার (৩৫) ও রামেরকুড়া গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রির ছেলে মো. আমির হোসেন (৩০)।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার কাংশা ইউনিয়ন বাকাকুড়া এলাকায় তল্লাশি চালায়। এসময় সন্দেহভাজন একটি অটোরিকশা আটক করা হয়। অটো তল্লাশি করে পেছনের অংশে লুকানো অবস্থায় ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় দুই চোরকারবারি মোরশেদ খন্দকার ও মো. আমির হোসেনকে।’
ওসি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় ফেনসিডিলের এই চালানটি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চোরাই পথে এনে রাজধানী ঢাকায় সরবরাহ করার পরিকল্পনা ছিল। এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।’