বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামী মোঃ রাসেল মিয়া কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ মাজনুন “গল্পটা প্রেমের নয় প্রেমে পড়ার” ফুলবাড়িয়ায় দুই সাংবাদিককে পিটিয়ে আহত ময়মনসিংহ মহানগরীর রামবাবু রোড এলাকা থেকে নেশাজাতীয় Buprenorphine ইনজেকশনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা ময়মনসিংহ জিলা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ত্রিশালে দখল-চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপির নেতাকর্মীরা সড়কজুড়ে খানাখন্দ ও ছোট বড় গর্তের কারণে, ভোগান্তির শিকার লক্ষাধিক মানুষ ময়মনসিংহে নগরীতে ফিলিং স্টেশনে অগ্নিকান্ডে হতাহত পরিবারা দের লাখ টাকা সহায়তা পেল

জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহের অভিযানে সাবেক দুই কাউন্সিলরসহ আটক ০৩ জন; আগ্নেয়াস্ত্র উদ্ধার।

স্টাফ রিপোর্টার : হেমন্ত টিভি
  • আপডেটের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৫৮ টাইম ভিউ :
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের অভিযানে সাবেক দুই কাউন্সিলরসহ আটক ০৩ জন; আগ্নেয়াস্ত্র উদ্ধার।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের অভিযানে সাবেক দুই কাউন্সিলরসহ আটক ০৩ জন; আগ্নেয়াস্ত্র উদ্ধার।

অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ময়মনসিংহ শহরের কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী উমর ফারুক সাবাসসহ কয়েকজন কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বীচ এলাকায় অবস্থান করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার জেলার সদর থানাধীন জামান সি হাইটস হোটেলের সামনে থেকে গত ২৭/১০/২০২৪ তারিখ রাত অনুমান ০১.০০ ঘটিকায় ১। মোঃ উমর ফারুক সাবাস (সাবেক কাউন্সিলর), ২। আবু বক্কর সিদ্দিক সাগর (সাবেক কাউন্সিলর) ও ৩।মনির সিকদার-দের আটক করেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদে মোঃ উমর ফারুক সাবাস জানায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা নামাপাড়া সাকিনে তার নিজ বসতবাড়ীর পাঁচতলা বিল্ডিংয়ে ০১টি আগ্নেয়াস্ত্র পিস্তল রক্ষিত আছে। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের নিমিত্তে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মহোদয়ের নেতৃত্তে জেলা গোয়েন্দা শাখার একটি টিম ধৃত আসামীসহ গত ২৭/১০/২০২৪ তারিখ ১৫.৩০ ঘটিকায় মোঃ উমর ফারুক সাবাস এর নিজ বসতবাড়ীর নিচতলায় ২৫নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস কক্ষের টেবিলের ড্রয়ারে রক্ষিত তার নিজ হাতে বাহির করে দেওয়ামতে ০১ টি বিদেশী পিস্তল, ০২টি বুলেট ও ০১টি ম্যাগাজিন উদ্ধার করেন।

উদ্ধার

১। ০১ টি বিদেশী পিস্তল, ০২টি বুলেট ও ০১টি ম্যাগাজিন

গ্রেফতার

১। মোঃ উমর ফারুক সাবাস (৩৮), পিতা-হাজী সিরাজ আলী, মাতা-মোছাঃ শাহীদা খাতুন, সাং-দিঘারকান্দা নামাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

২। আবু বক্কর সিদ্দিক সাগর (৩৬), পিতা-মৃত ইমান আলী ফকির, মাতা মোছাঃ আমেনা বেগম, সাং-চরকালিবাড়ী ৩২নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

৩। মনির সিকদার (৩৯), পিতা-মৃত ফরহাদ সিকদার, মাতা-ঝর্ণা বেগম, সাং-০৮নং ওয়ার্ড ছোটবাজার নিউ মার্কেট, বর্তমান সাং-বাঘমারা (সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পেছনে জনৈক শাওন এর বাসার ভাড়াটিয়া) থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


All rights © 2024 ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Esaitbd Soft Lab- UAE/BD