পারফরমেন্স:১
গত জুন/২৪ মাসে অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানার চাঞ্চল্যকর মনতলা ব্রীজের নিচে লাগে ভর্তি ৪ খন্ড সৌরভ হত্যা মামলার ০৩ জন আসামী গ্রেফতার করা হয়।
পারফরমেন্স:২
গত জুন/২৪ মাসে অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন পুরোহিত পাড়া ধৃত আসামী সেলিম এর ভাড়া বাসা হতে ০২ জন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করায় হয় এবং তাহাদের দেখানো ও হেফাজতে হইতে ০১টি পিস্তল, ০৩টি রিভলবার, ০৩টি দেশীয় ধারালো অস্ত্র, ৪৭টি ককটেল, নেশাজাতীয় ইনজেকশন ২৭৯ টি এবং ০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পারফরমেন্স:৩
গত জুন/২৪ মাসে কোতোয়ালী মডলে থানাধীন ভাটিকাশর মিশন স্কুলরে পিছনে আলয়িা মাদ্রাসা রোডস্থ মোঃ আলাউদ্দনি খন্দকার বাদল (৬৫) পতিা মৃতঃ আব্দুল ওহদে খন্দরকার এর অটোর গ্যারজে এবং কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা গনশার মোড় সাকিনস্থ পলাতক আসামী মুশফিকুর রহমান লিমন এর শুশুর মৃত সাদিকুর রহমান এর বাসা বাউন্ডারীর ভিতর হইতে ০১ জন অটেরিক্সা ও মোটর সাইকেল চোরকে আটক করেন এবং তাহার হেফাজত হইতে ০৬টি অটোরিক্সা ও ০১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
উক্ত বিষয়ে জেলা গোয়েন্দো শাখা(ডিবি), ময়মনসিংহর নিম্ন বর্ণিত অফিসারগণ পুরস্কারপ্রাপ্ত হন।
উক্ত বিষয়ে জেলা গোয়েন্দো শাখা(ডিবি), ময়মনসিংহ এর অফসিার-ইনর্চাজ মোঃ ফারুক হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোজাম্মেল হক, এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন, এসআই (নিঃ) রেজাউল আমীন র্বষন, এসআই (নিঃ) পরিমল চন্দ্র সরকার, পিপিএম, এসআই (নিঃ) মোঃ আব্দুল জলিলকে মাসিক ক্রাইম কনফারেন্স জুন/২০২৪ মাসে মাননীয় আইজিপি মহোদয় এবং মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় কর্তৃক বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান।