রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামী মোঃ রাসেল মিয়া কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ মাজনুন “গল্পটা প্রেমের নয় প্রেমে পড়ার” ফুলবাড়িয়ায় দুই সাংবাদিককে পিটিয়ে আহত ময়মনসিংহ মহানগরীর রামবাবু রোড এলাকা থেকে নেশাজাতীয় Buprenorphine ইনজেকশনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা ময়মনসিংহ জিলা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ত্রিশালে দখল-চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপির নেতাকর্মীরা সড়কজুড়ে খানাখন্দ ও ছোট বড় গর্তের কারণে, ভোগান্তির শিকার লক্ষাধিক মানুষ ময়মনসিংহে নগরীতে ফিলিং স্টেশনে অগ্নিকান্ডে হতাহত পরিবারা দের লাখ টাকা সহায়তা পেল

জাবিতে ভবনের নির্মাণকাজে ছাত্রলীগের বাধা, চাঁদা দাবির অভিযোগ

রিপোর্টারের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৭১ টাইম ভিউ :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষকদের জন্য নির্মাণাধীন ভবনের কাজে বাধা দেয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের কয়েকজন নেতার বিরুদ্ধে। সোমবার (৩ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় ভবনের কয়েকজন শ্রমিক-কর্মচারীকে মারধর করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানায়, সোমবার বিকাল চারটার দিকে জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ভবনে ১৫-২০ জন ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত হন। এ সময় তারা কার নির্দেশে ভবনের কাজ শুরু করেছে জানতে চেয়ে কর্মচারীদের এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে শুরু করে। পাশাপাশি শ্রমিকদের উদ্দেশ্যে বলে, ‘এখানে কাজ করো বড় ভাইদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা লাগে না? ভাইদের সঙ্গে কথা না বলা পর্যন্ত কাজ বন্ধ থাকবে।’ এক পর্যায়ে শ্রমিকরা ভয় পেয়ে কাজ বন্ধ করে দেয়। এছাড়া গেস্ট হাউস ও সুইপারদের জন্য নির্মাণাধীন ভবনের কাজও বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

 

এ ঘটনায় অভিযুক্তদের কয়েকজনকে শনাক্ত করতে পারে ভুক্তভোগীরা। তারা হলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন নাহিদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয় ও অর্থ সম্পাদক তৌহিদুল আলম তাকিদ। তারা শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের অনুসারী হিসেবে পরিচিতনাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক শ্রমিক জানান, ‘বিকেলে এখানে ৭-৮টি বাইক নিয়ে একদল ছাত্র এখানে আসে। তখন আমার কাছে ম্যানেজার সম্পর্কে জানতে চায়। ম্যানেজারকে দেখিয়ে দিলে তারা তাকে ডেকে নিয়ে যায় এবং দফায় দফায় চারজনকে মারধর করে। আমরা জিজ্ঞেস করতে গেলে তারা বলে ‘তোদের এমডি কে কল দে! সে কি হয়ে গেছে যে আমাদের এখানে এসে তার সঙ্গে দেখা করতে হবে? সে আমাদের কোন খোঁজ খবর রাখে না। সে জানেনা যে জাহাঙ্গীরনগরে আসলে আমাদের সঙ্গে কথা বলে কাজ করতে হয়। এমডিকে বলিস যে ভাইয়েরা আসছে। আমাদের সঙ্গে যেন যোগাযোগ রাখে। আমাদের পরিচয় জানার দরকার নাই।’

 

এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান মল্লিক বলেন, ‘আমি কাজ বন্ধ করার খবর পেয়েছি। এরপর ছাত্রলীগের সভাপতি সোহেল ভাইকে বিষয়টা জানিয়েছি। কেন আমার কাজ বন্ধ করা হলো জানতে চেয়েছি? তিনি তখন বলেছেন কারা কাজ বন্ধ করেছেন এ বিষয়ে তিনি খোঁজ নিবেন।’

 

চাঁদা দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নির্মাণাধীন প্রতিষ্ঠানে তো আর কাজ করতে আসেনি। কেন এসেছে তা আপনারা বুঝতে পারেন। তবে কাল থেকে কাজ চলবে বলে আশা করি। কাজ বন্ধ রাখার কোন কারণ দেখছি না।’ এদিকে নির্মাণকাজে বাধা দেয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাব্বির হোসেন নাহিদ বলেন, ‘আমার বিষয়ে যে অভিযোগ করল সে কি আমাকে চিনে? কীভাবে সে আমাকে চিহ্নিত করল? আর আমি সেখানে উপস্থিত ছিলাম না।’ অপর অভিযুক্ত মেহেদী হাসান জয়ের সাথে মুঠোফোন যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

 

আরেক অভিযুক্ত তৌহিদুল আলম তাকিদ বলেন, ‘আমি বিকাল তিনটার দিকে বিশ মাইল গিয়েছিলাম বাইকের তেল আনতে। পরে চারটা সাড়ে চারটার দিকে সেন্ট্রাল ফিল্ডে ছিলাম কিছুক্ষণ। এরপর হলে চলে আসি। আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন।’ ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


All rights © 2024 ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Esaitbd Soft Lab- UAE/BD