Group A: সবার প্রেডিকশন ছিল, ভারত আর পাকিস্তান কোয়ালিফাই করবে। কিন্তু USA-র কাছে পাকিস্তানের হারের পর বর্তমান প্রেডিকশন: ভারত এবং USA।
Group B: সবার প্রেডিকশন ছিল, অষ্ট্রেলিয়া এবং ইংল্যান্ড কোয়ালিফাই করবে। কিন্তু স্কটল্যান্ড আর ইংল্যান্ড এর ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়েছে। তাই ওমান এর সাথে স্কটল্যান্ড জিতলে পয়েন্ট হবে তাদের ৫। আবার আজ অষ্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ড হেরে বাকি ২ ম্যাচ জিতলেও পয়েন্ট হবে ৫। NRR ম্যাটার করবে তখন। এক ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হওয়ায় ইংল্যান্ডের জায়গায় স্কটল্যান্ড আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে।
Group C: সবার প্রেডিকশন ছিলো ওয়েষ্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড কোয়ালিফাই করবে। কিন্তু আজ আফগানিস্তানের কাছে নিউজিল্যান্ডের শোচনীয় হারের পর মোটামুটি নিশ্চিতই যে আফগানিস্তান কোয়ালিফাই করবে। সাথে হয়তো ওয়েস্ট ইন্ডিজ অথবা নিউজিল্যান্ড!
Group D: শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জিতবে এরকম আশা অনেকেই করেনি। তাই নেদারল্যান্ডস আর নেপালের এর সাথে ঠিকঠাক খেলতে পারলে এই গ্রুপ থেকে সাউথ আফ্রিকা আর বাংলাদেশই কোয়ালিফাই করবে বলে সম্ভাবনা।