বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ৩১/১২/২০২৪ তারিখ গ্রেফতার ০৯ জন। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ৩০/১২/২০২৪ তারিখ গ্রেফতার ০৫ জন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা সন্ত্রাস নৈরাজ্য কঠোর হস্তে দমন করা হবে -মেজর মোঃ আব্দুল্লাহ ইব্রাহিম ১৫ই ডিসেম্বর রবিবার আনুমানিক একটার দিকে কামরুলের নিজ বাসায় এসে কুপিয়ে রেখে যায় তারই আপন ছেলে ও আপন ছোট ভাই ময়মনসিংহ প্রেসক্লাবে ত্রিমুখী স্নায়ুযুদ্ধ;সমন্বিত উদ্যোগ ছাড়া কোন এজিএম নির্বাচন নয় -সংস্কার কমিটি জনবাণী পত্রিকার সম্পাদকের উপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় মানববন্ধন ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকায় ছিনতাইকালে ০১(এক) ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১৪ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ২৯/১২/২০২৪ তারিখ গ্রেফতার ০৭জন। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ২৮/১২/২০২৪ তারিখ গ্রেফতার ১৪জন।

গ্রামে বিদ্যুতের লোডশেডিং এ, অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন 

রিপোর্টারের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৭৬ টাইম ভিউ :

 

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:

ময়মনসিংহে বিদ্যুতের ঘনঘন লোডশেডিং ও প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিভাগীয় শহরের তুলনায় উপজেলাগুলোতে লোডশেডিংয়ের মাত্রা বেশি। অভিযোগ রয়েছে, ময়মনসিংহ সদর উপজেলার গ্রামগুলোতে বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে। এতে মানুষের স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হওয়াসহ শ্রমজীবীদের অবস্থা নাজুক হয়ে পড়ছে। বেশি লোডশেডিং হওয়ায় গ্রামগুলোতে নিয়মিত সেচ পাম্প চালাতে পারছেন না কৃষক।

 

জানা গেছে, ময়মনসিংহ নগরীতে গত বছরের চেয়ে এবার লোডশেডিং কম থাকলেও সদর উপজেলাসহ জেলার পরানগঞ্জ, বোররচর রহিমগঞ্জ, বালিখা,সিরতা, ও ছাতিয়ানতলা গ্রামগুলোর ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং চলছে। এতে জনজীবন নাজেহাল হওয়ার পাশাপাশি বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া।

 

এদিকে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের বাসিন্দা জালাল বলেন, বিদ্যুৎ এই আসছে, তো-এই চলে যাচ্ছে। কখনো কখনো গড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এতে ঘরে থাকা শিশু বাচ্চার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। এ কারণে চার্জার ফ্যানের বাতাস দিয়ে ভোগান্তি কমানোর চেষ্টা চলছে।

 

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগরের সম্পাদক আলী ইউসুফ বলেন, শহরে এখন পর্যন্ত লোডশেডিং সহনীয় পর্যায়ে রয়েছে। তবে কৃষকদের কথা চিন্তা করে গ্রামগুলোর দিকেও বিদ্যুৎ বিভাগের সুনজর দেওয়া প্রয়োজন।

 

এদিকে কৃষি সম্প্রসারণ অধিদফতর ময়মনসিংহের উপ-পরিচালক ড. নাছরিন আক্তার বানু বলেন, জেলায় চলতি মৌসুমে বোরো আবাদ হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৪৮৫ হেক্টর জমিতে। বোরো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টন। লোডশেডিং এড়াতে কৃষকদের রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেচ দেওয়ার পরামর্শ দিয়েছি।

 

এ বিষয়ে লোডশেডিংয়ের কারণ জানতে চাইলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ময়মনসিংহের প্রধান প্রকৌশলী এমদাদুল হক বলেন, ময়মনসিংহ অঞ্চলে পিডিবির বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় ১ হাজার ২২০ মেগাওয়াট। বিপরীতে পাওয়া যাচ্ছে ১ হাজার মেগাওয়াট। ঘাটতি থাকছে প্রায় ২২০ মেগাওয়াট। এ কারণে লোডশেডিং হচ্ছে।

 

এদিকে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ কেন্দ্রের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, জেলায় পল্লী বিদ্যুতের তিনটি অঞ্চলে চাহিদা রয়েছে ২২০ মেগাওয়াট। এর বিপরীতে পাওয়া যাচ্ছে ১৫০ মেগাওয়াট। প্রতিবছর গরম শুরুর পর থেকেই বিদ্যুতের চাহিদা বাড়তে থাকে। এখনো সে চাহিদা সর্বোচ্চ পর্যায়ে না পৌঁছানোয় যথাসম্ভব কম লোডশেডিং করা হচ্ছে। তবে লোডশেডিং যথাসম্ভব কমাতে আমরা চেষ্টা করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


All rights © 2024 ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Esaitbd Soft Lab- UAE/BD