গৌরীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারধর, থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার:
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোহেল রানা (৩৫) ও তার পিতা-মোঃ খোরশেদ ফকির সহ বোন সাংবাদিক মোছাঃ ফারজানা আক্তার নূপুর (৩৫) (স্বামী-মোঃ কামরুজ্জামান) ও আমার ভগ্নিপতি মোঃ কামরুজ্জামান (৪৫), পিতা-বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন সাবেরী উপর হামলা।
গত (০৭/০৩/২০২৪ইং) তারিখ অনুমান রাত ১১:০০ ঘটিকার সময় গৌরীপুর থানাধীন ৮নং ডৌহাখলা ইউনিয়নস্থ কলতাপাড়া বাজারে জনৈক মোঃ সেলিম মিয়া (৪৮) এর চায়ের দোকানের সামনে বিবাদী ১। মোঃ জহিরুল ইসলাম রতন হুকুমে (৪৫), পিতা-মৃত নূর ইসলাম ফকির, সাং-রামগোপালপুর, ইউনিয়ন-৭নং রামগোপালপুর, ২। মোঃ আমিরুল ইসলাম (২৮), পিতা-মৃত আঃ বারেক, সাং-তাঁতকুড়া, ইউনিয়ন-৮নং ডৌহাখলা সহ আরো অজ্ঞাত কয়েকজন তাদের কাছে আসিয়া তাদেরকে উঠাইয়া নিবে বলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। তখন আমার ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন চলে আসলে পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
বিবাদী ১। মোঃ জহিরুল ইসলাম রতন (৪৫), এবং ২। মোঃ আমিরুল ইসলাম (২৮), জেলা-ময়মনসিংহ-দ্বয়ের মধ্যে ১নং বিবাদীর সাথে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিরোধের জের ধরিয়া বিবাদী আমাদের বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করছিলো। উক্ত বিরোধের জেরে মোঃ জহিরুল ইসলাম রতন ও মোঃ আমিনুল ইসলাম বিবাদীসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন মিলে ০৮/০৩/২০২৪ তারিখ অনুমান সকাল ১১:০০ ঘটিকার ভুক্তভোগীর বোন সাংবাদিক মোছাঃ ফারজানা আক্তার নূপুর (৩৫) ও ভগ্নিপতি মোঃ কামরুজ্জামান (৪৫) এবং পিতা-বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন সাবেরী রামগোপালপুর ইউনিয়নস্থ রামগোপালপুর বাসস্ট্যান্ডের পশ্চিমে হাইওয়ে রাস্তার পাশে পাইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে এবং তার ভগ্নিপতি বিবাদীদেরকে গালিগালাজ করিতে নিষেধ করিলে জহিরুল ইসলাম রতন ও আমিনুল ইসলাম বিবাদীসহ অজ্ঞাতনামা বিবাদীরা আমার ভগ্নিপতিকে লাঠি দিয়া এলোপাথারী ভাবে আঘাত করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। তখন সাংবাদিক ফারজানা আক্তার নূপুর ফিরাইতে গেলে বিবাদীরা তাকেও লাঠি দিয়া বাইরাইয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। তখন তারা চিৎকার করলে বাদী সোহেল রানা সহ সাক্ষী আবুল বাশার (৪৫) চলে আসলে বিবাদীরা এই বিষয়ে মামলা করিতে নিষেধ করে। বাদী সোহেল রানা বলেন বিবাদী গন অনেক ক্ষমতাধর ও খারাপ প্রকৃতির লোক, তারা যে কোনো সময় আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে,পরিশেষে তিনি ন্যায় বিচারের দাবি জানান প্রশাসনের নিকট। এ বিষয়ে গৌরিপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়।