ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার লিটন শেখের ছেলে লাবিব শেখসহ (১৭) চার বন্ধু মোটরসাইকেল নিয়ে রেললাইন এলাকায় ঘুরতে গিয়ে টিকটক করছিল। মুহূর্তের মধ্যে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলে এলে লাবিবের তিন বন্ধু দ্রুত ট্রেন লাইন থেকে সরে যেতে পারলেও লাবিব ট্রেনের নিচে পড়ে দুই খণ্ড হয়ে মারা যায়।
গতকাল মঙ্গলবার (১১ জুন) রাত পৌনে ৮টার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুণ্ডায় জামতলা এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে ঘটনাটি ঘটেছে। নিহত লাবিব শেখ এ বছরই ফরিদপুর জেলা স্কুল থেকে এসএসসি পাস করেছে।
তার বাবার একমাত্র ছেলে ছিল সে। একাদশ শ্রেণিতে সবেমাত্র সে ভর্তি হয়েছিল।