কাঁঠাল উৎসবে আব্দুস সালাম বলেন: ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ
রিপোর্টারের নাম :
আপডেটের সময় :
বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
২১৫
টাইম ভিউ :
কাঁঠাল উৎসবে আব্দুস সালাম বলেন: ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ
বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আমাদের ছয় ঋতুর দেশে মৌসুম বেদে বিভিন্ন ফলের সমারোহ আমরা দেখতে পাই। তার মধ্যে আম, কাঁঠাল, লিচু এসব আমরা একসাথে পাই। তবে এর মধ্যে কাঁঠাল হলো আমাদের দেশের জাতীয় ফল।
তিনি বলেন, দেশে দ্রব্যমূল্য উর্ধ্বগতির পাশাপাশি কাঁঠাল ও আজ আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
আব্দুস সালাম বলেন, মৌসুমি সকল ফল’ই আমাদের খাওয়া উচিত। ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ।
কাঁঠাল উৎসবে আব্দুস সালাম বলেন: ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ
রাজধানীর শান্তিনগরে জিয়া প্রজন্মদলের আয়োজনে কাঁঠাল উৎসবের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার ৩ জুলাই সন্দ্যা ৭ টায় রাজধানীর শান্তিনগরে এ কাঁঠাল উৎসবের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হোসেন রুবেল এর সভাপতিত্বে ও সংগঠনটির যুগ্ম মহাসচিব মোঃ শান্তাহার আলী শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ঢাকা মহানগর দক্ষিণ মতিঝিল থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মাহমুদ ও মতিঝিল থানা বিএনপি নেতা এম এস আসিফ ইমাম,জাসাস ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক শওকত আজিজ, চেতবা বাংলাদেশ সংগঠনের কার্যকরী সভাপতি বাবর আলী বাবু প্রমুখ।
ফল উৎসবের আয়োজন করেন মোঃ সারোয়ার হোসেন রুবেল ও বদরুল আলম।