নিজে একাই মইরা যাইতাম। কিন্তু ওরে যদি বাঁচায়া রাইখা যাই, ও আরও মানুষের জীবন নষ্ট করব; তাই মাইরা ফেললাম। অনেক স্বপ্ন ছিলো, রাসুলের সব সুন্নত আমার জীবনে বাস্তবায়ন করমু। কিন্তু পারলাম না।
বুধবার (২৬ জুন) বিকেলে শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামে স্ত্রীকে হত্যার পর চিরকুটে ওই কথাগুলো লিখে পালিয়ে যান নিহত মীমের স্বামী আল-আমীন।
এর আগে ওই এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে গৃহবধূ মীমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মীম সিরাজগঞ্জের বেলকুচি থানার মূলকান্দী ছোটবেড়া খারুয়া গ্রামের ইউসুফ খানের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে তিন মাস ধরে শ্রীপুরের ওই বাসায় ভাড়া থাকতেন।
অভিযুক্ত স্বামী আল-আমিন টাঙ্গাইলের কালিহাতী থানার সরাতৈল গ্রামের আমিনুলের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে ওই বাসায় ভাড়া থেকে মাওনা এলাকায় সাদ গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন।