যাদের চোখে সমস্যা। চোখে ছানি পড়েছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। যাদের বাড়ি সদরে। তাদের জন্য এমপির পক্ষ থেকে ফ্রি চক্ষু সেবা। বিনামূল্যে অপারেশন। ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত ও আইকন চক্ষু হাসপাতালের উদ্যোগে এ সেবা দেয়া হচ্ছে।
নগরীর মিন্টু কলেজ প্রাঙ্গনে দুই দফায় প্রায় ৫ হাজার রোগিকে চিকিৎসা দেয়া হয়। ডাক্তাররা এ পর্যন্ত ২৮০ জন রোগীরকে ঢাকায় অপারেশনের মাধ্যমে সুস্থ করে তোলেন। সর্বশেষ অপারেশন ২০ মে। রোগীদের ঢাকায় নেয়া হয় এমপি ও আইকন তত্ত্বাবধানে। হাসপাতালের
এরআগে ১ মার্চ চক্ষু সেবা চিকিৎসা ক্যাম্পেইনের মাধ্যমে ৩ হাজার মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়। ঢাকার আইকন হাসপাতালে ২২৪ জনের ছানি অপারেশন সম্পন্ন করা হয়। এমপি মোহিত উর রহমান শান্তর দিক নির্দেশনায় আইকন এইড
ফাউন্ডেশন এর উপদেষ্টা ডাক্তার মোশায়েদ রহমান মুন এর সার্বিক তত্ত্বাবধানে রোগিদের ময়মনসিংহ থেকে নিয়ে যাওয়া, থাকা-খাওয়া সকল ব্যবস্থা নিশ্চিত করে অপারেশন সম্পন্ন করা হয়।দরিদ্র, বৃদ্ধ, অসহায় মানুষের পাশে থাকতে। তাদের সেবক হতে সংসদ মোহিত উর রহমান শান্তর মানবিক এ উদ্যোগকে ময়মনসিংহবাসী প্রশংসিত করেছেন। ময়মসিংহের মাটি ও মানুষের কল্যানে আজীবন কাজ করে গেছেন প্রায়াত ধর্মমন্ত্রী মতিউর রহমান। এ মাটির প্রতিটি ধূলিকণায় নিজের পদচিহ্ন এঁকেছেন মানুষের জন্য কাজ করে। পিতার সেই পদাংক অনুসরণ করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন মোহিত উর রহমান শান্ত। বাবার মতো সদরবাসীর জন্য কিছু করতে পারার প্রবল প্রত্যয় নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন