আমার বাংলাদেশ পার্টি – এবি পার্টি’র ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের নিয়মিত সভা ২৯ জুন শনিবার বিকাল ৪ টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এবি পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দলের কেন্দ্রীয় কাউন্সিল ও ফ্যাসিবাদ বিরোধী রাজপথের আন্দোলন জোরদার করতে গণসংযোগ পরিকল্পনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন কেন্দ্রীয় দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, সদস্যরা কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন করেন। এরপর পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু সারাদেশে পার্টির কার্যক্রম শক্তিশালী করণ, কেন্দ্রীয় কাউন্সিল, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এনইসির সামনে উপস্থাপন করেন। সদস্যদের বক্তব্য ও আলোচনার পর সর্বসম্মতভাবে আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তায় কেন্দ্রীয় কাউন্সিল করার সিদ্ধান্ত গৃহীত হয়। কাউন্সিল সম্পন্ন করতে অভ্যান্তরীন নির্বাচন পরিচালনা কমিটিকে সার্বিক প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেয়া হয়। সভায় দেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বেগবান করতে দলের আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী গণসংযোগ পরিকল্পনার উপর দৃকপাত করে বক্তব্য রাখেন। দলের অর্থনৈতিক প্রতিবেদন উপস্থাপন করেন পার্টির অর্থসম্পাদক আমিনুল ইসলাম এফসিএ। সভায় সদ্য যোগদানকৃত সাবেক যুগ্ম সচিব সুলতান মাহমুদ, লে. কর্ণেল (অবঃ) দিদারুল আলম ও লে. কর্ণেল (অবঃ) হেলাল উদ্দিনকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়।
পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম ফারুক, আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম, হারুনর রশীদ, বিএম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, ব্যারিস্টার খান আজম ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা সহ এনইসির সদস্যবৃন্দ সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।