হেমন্ত কাল ডেক্স রিপোর্ট : স্থানীয়দের ভাষ্যে আজকে প্রচুর ছাগল উঠেছিলো। বড়রা গরুর হাটে ব্যস্ত থাকলেও যুবক অনেক ভাইকেই দেখা গিয়েছে ছাগল বিক্রির এ হাটে। উপস্থিত হতে সুযোগ বুঝে গরুর হাট অবশ্যই ঘুরে দেখেছেন তারা। এলাকায় না থাকায় মিস করেছি এমন উৎসবমুখর পরিবেশ।