উখিয়ায় জালিয়াপালং ইউনিয়ন পরিষদে উপকারভোগীদের চাল বিতরণ না করে বিক্রির উদ্দেশ্যে মজুদ করায় সরকারি চাল জব্দ করে গুদামে তালা দিল প্রশাসন!
আজ ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে উখিয়া সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, জালিয়াপালং ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে সরকারি চাল কেনা বেচা করছে। হতদরিদ্রদের মাঝে ঠিকমতো বিতরণ না করে কালোবাজারি করার জন্য একটি রুমে মজুত করে রাখতো। পরে সেখান থেকে ট্রাকযোগে দেশের বিভিন্ন খাদ্য গোডাউন ও চালের ডিলারদের কাছে বিক্রি করতেন।
এদিকে বৃহস্পতিবার বিকেলের দিকে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ৯টি ওয়ার্ডের চাল বিতরণ শেষে অতিরিক্ত আরও সাড়ে ৫শ বস্তা চাল পাওয়া যায়। যা বিভিন্ন হতদরিদ্রদের মাঝে বিভিন্ন অজুহাতে বিতরণ না করে মজুদ করে রাখা হয়েছিলো।