ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুস সাত্তার (৬০) নামে একজন মাহেন্দ্র যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি গৌরিপুর উপজেলার গঙ্গাশ্রম গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে বলে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ হতে ঈশ্বরগঞ্জ গামী একটি যাত্রীবাহি মাহেন্দ্র রহমতগঞ্জ মাজার নামক স্থানে দাঁড়িয়ে যাত্রী নামানোর সময় কিশোরগঞ্জ গামী একটি তেলবাহী ট্রাক ধাক্কা দিলে মাহেন্দ্র যাত্রী মিজান মিয়া(৩০), রবিন মিয়া (২০), শাহীনা আক্তার(৪০), আকাশ মিয়া (২০), রিপন মিয়া(৩০), আব্দুস সাত্তার (৬০) গুরুতর আহত হয়। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আব্দুস সাত্তারকে মৃত ঘোষণা করেন। আহতদের মাঝে চরনিখলা গ্রামের মোতালেবের পুত্র রবিন মিয়া ও সোহাগী বগাপুতা গ্রামের আল মাসুদের স্ত্রী শাহীনা আক্তারকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘাতক ট্রাকটি ঈশ্বরগঞ্জ থানা পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জানায়।##
উবায়দুল্লাহ রুমি
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
০১৭১৫-৭২৭২৮৮