ডেক্স রিপোর্ট হেমন্ত কাল : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদেশী মদসহ পরাগ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক মামলায় মঙ্গলবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পৌর শহরের চরনিখলা উচ্চ বিদ্যালয়ের সামনে বিদেশী মদ ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সুত্রের খবরের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার উপ পরিদর্শক আক্তারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ এক অভিযান চালিয়ে মোঃ খালেদ বিন পরাগ ওরফে পরাগ আলম (২৫)কে ১৮ বোতল বিদেশী মদসহ আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী পরাগ আলম পৌরসভার ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের পুত্র। সে দীর্ঘদিন যাবত ঈশ্বরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিদেশী মদ ক্রয় বিক্রয় করে আসছিল। উদ্ধার কৃত ১৮ বোতল বিদেশেী মদের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা হবে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এ ধরণের অভিযান অব্যহত থাকবে।