জামালপুরের ইসলামপুর উপসজেলা কোয়াটারের পদ্মা ভবনের নিচ তলা থেকে মটর চুরির ঘটনার মূল হোতাকে গ্রেফতার করেছে ইসলামপুর থানা পুলিশ।
গত ৩ নভেম্বর দুপুরে অজ্ঞাতনামা ব্যক্তি উপজেলা কোয়ার্টারের পদ্মা ভবনের নিচ তলা থেকে মটর চুরি করে নিয়ে যায়। উপজেলা কোয়াটারের সিসি ক্যামেরা ফুটেছে সনাক্ত করে ৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে কাইয়ুমকে(২৫) গ্রেফতার করে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল্লাহ সাইফ।
৬ নভেম্বর উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুল্লাহ সাইফ বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের সাথে পরামর্শ করে সিসি ক্যামেরা ফুটেজ দেখে গায়ের টি-শার্ট সনাক্ত করে তার বাড়ি থেকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়।