চারপাশে অন্যায় অত্যাচারে হিংসা আর পাপাচারে হারিয়ে যাই হতাশার চরম আঁধারে। নিরাশা , ক্লান্তি ,অবসাদ ও মেকি কোলাহলে
তপ্ত হৃদয়ে রক্তমাখা অনলে ,
বেরিয়ে পরি ক্লান্ত মনে কোন এক প্রহরে ।
ছুটে যাই অপরূপ ঝর্নার ধারে,
চিৎকার করে ঝর্না কে বলি ,
“চরম অবসাদ, হতাশা আর অবিচারে চলে আসি তোমার ই কাছে অধরা শান্তির খোঁজে ।
ঝর্না বললো ,
পরম অপরূপ আবেশে আছে বসে , চলে যাও তার কাছে
সৌন্দর্য আর অনন্ত ভালোবাসার খোঁজে । “