এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গ্রামীণ নারী উদ্যেগতাদের সহায়তায় ই-র্কমাস তথ্য আপার আয়োজনে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী
জনাব ফাতেমা জল্হরা রানী চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা ময়মনসিংহ ও সাবেক সংসদ সদস্য।
জনাব এস এম নাজিম উদ্দীন পরিচালক বাস্তয়ন ও মূলায়ন বিভাগ।জনাব লোকমান হোসেন উপ প্রকল্প পরিচালক (উপ সচিব)তথ্য আপা প্রকল্প ২ পর্যায়।জনাব ইফতেখার ইউনুস উপজেলা নির্বাহী অফিসার ময়মনসিংহ সদর ময়মনসিংহ।
জনাব এস এম নাজিমুল ইসলাম উপ- প্রকল্প পরিচালক যুগ্মসচিব তথ্য আপা ২ য় পর্যায়।এই সময় নারী সমাজের উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার নারী উদ্যেগতারা উপস্থিত ছিলেন।
তথ্য আপা গ্রামের প্রান্তিক পর্যায়ের মহিলাদের বিভিন্ন প্রকার সেবা প্রদান করে থাকেন ।চিকিৎসা সেবা , চাকরির আবেদন,ও মহিলাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন সব সময়।দিন দিন গ্রামের মহিলাদের সাবলম্বি করে তুলছে তথ্য আপা।
তথ্য আপার মাধ্যমে গ্রামের অসহায় ও দারিদ্র শ্রেণির লোকেরা শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, আইন,কৃষি বিষয়ক পরামর্শ চিকিৎসা সহ বিভিন্ন প্রকার সেবা পেয়ে থাকে।উক্ত অনুষ্ঠানে মঞ্চে আসন গ্রহন করা বিশেষ ও প্রধান অতিথিরা সকলে তথ্য আপার বিভিন্ন উন্নয়ন মূলক দিক তুলে ধরেন।সকলে তথ্য আপার সাথে থাকার আহ্বান জানান।