১১/০৯/২০২৪ খ্রিঃ বিভাগীয় পরিদর্শক জনাব মুহাম্মদ আমিনুল কবির এর নেতৃত্বে এসআই মোরশেদ আলম সিপাই মোঃ আশরাফুল আলম পাপ্পু, মাহমুদুল হাসান মোঃ সাব্বির হোসেন ও মোঃ রাজু মিয়ার সমন্বয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ এর একটি রেইডিং টিম কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া ওয়ারলেস পশ্চিমপাড়া (উলঙ্গা পাড়াস্থ) আঃ রহিমের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে আকুয়ার শীর্ষ মাদক ব্যবসায়ি চাঁদাবাজ ও আওয়ামী লীগের সন্ত্রাসী মোঃ উজ্জল (৩২) পিতা মৃত জামাল উদ্দিন মাতা মোসাম্মৎ জরিনা, সাং আকুয়া ওয়ালেসগেট থানা কোতোয়ালি মডেল জেলা ময়মনসিংহ কে সময় ১৬:২০ ঘটিকায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার করেন ।
দেহ তল্লাশী করিয়া তার পরিহিত প্যান্টের ডান পকেটে তিনটি সাদা কাগজের রোলে শুকনো গাঁজা, প্রতিটিতে ৩৫ (পয়ত্রিশ) গ্রাম করে মোট গাঁজা ১০৫ (একশত পাঁচ) গ্রাম উদ্ধার ও জব্দ করেন । জানা যায় তিনি দীর্ঘদিন যাবত আকুয়া ওয়ারলেস এলাকায় বালক বৃদ্ধ ও যুবকদের নিকট গাজা বিক্রি করিয়া আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোর্শেদ আলম বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি নিযমিত মামলা দায়ের করেন।