বরাবর,
পুলিশ সুপার
ময়মনসিংহ।
বিষয় : অভিযোগ।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ আবুল বাশার লিংকন সাধারণ সম্পাদক আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা কার্যনির্বাহী কমিটি,
পিতা – মোহাম্মদ আব্দুর রশিদ, সাং – শম্ভুগঞ্জ টুলবক্স সংলগ্ন, থানা – কোতোয়ালি, জেলা – ময়মনসিংহ।
আপনার কার্যালয়ে হাজির হইয়া এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদী আলমগীর কবির,
পিতা – মৃত ইয়াকুব আলী, সাং – বাউন্ডারি রোড, থানা – কোতোয়ালি, জেলা – ময়মনসিংহ।
স্থায়ী ঠিকানা – চর হোসেনপুর, থানা – ঈশ্বরগঞ্জ, জেলা – ময়মনসিংহ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও নিবন্ধিত আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন যাহা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যাহা এনজিও ব্রাঞ্চ (জাতিসংঘ) তালিকাভুক্ত এবং গভ: রেজি : নং এস – ১৩২০০ উক্ত কেন্দ্রীয় কমিটি কর্তৃক বিগত ০৩/০৭/২০২৩ ইং তারিখে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন একটি কমিটি গঠন হয় যাহা ময়মনসিংহ বিভাগীয় কার্যনির্বাহী কমিটি এবং ২৮/০২/২০২৪ ইং তারিখে আই নো মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন হইতে একটি কার্যনির্বাহ কমিটি গঠন হয় যাহা ময়মনসিংহ জেলা শাখা কমিটিগুলো অনুমোদিত হয়। পরবর্তীতে কমিটির সদস্যগণ সংস্থার নিয়ম অনুসারে জাতিসংঘের কাজ করিয়া আসিতেছে। কিন্তু বর্তমানে বিবাদী আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনে সুনাম ও সংস্থাকে সমাজে হেয় প্রতিপন্ন করার হীন চেষ্টায় ব্যর্থ হইয়া সোশ্যাল মিডিয়াতে Md Alamgir Kabir আইডি হতে একটি পোস্ট করে উক্ত পোস্টের ফলে আইন ও মানবঅধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর সুনাম ক্ষুন্ন হইয়াছে। যেহেতু উক্ত সংস্থাটি দীর্ঘদিন যাবৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গভ: রেজি:কৃত থাকা সত্ত্বেও বিবাদী সংস্থার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার করিয়া আইনানুগ ভাবে শাস্তিযোগ্য অপরাধ করিয়াছে। আমি কেন্দ্রীয় কমিটি ও বিভাগীয় কমিটির তথা জেলা কমিটির অনুমতি ক্রমে অত্র দরখাস্তটি ন্যায় বিচারের প্রত্যাশায় হুজুরের কার্যালয় দাখিল করিলাম। ঘটনার সাক্ষী প্রমাণ আছে। তদন্তকালে সাক্ষীগন ঘটনা প্রমান করিবে।
নিবেদক
মো: আবুল বাশার লিংকন
সাধারণ সম্পাদক
আইন ও মানবঅধিকার সুরক্ষা ফাউন্ডেশন
ময়মনসিংহ জেলা শাখা