সেই আহ্বানে সাড়া দিয়ে পুলিশ জানিয়েছে,এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।অনেকে আবার ভিউ পাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিতেও ইতস্তত করেন না। অনেকে আবার এই রিল বানাতে গিয়ে ভাঙছেন আইনও। সে রকমই একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এতে এক তরুণীকে রাস্তার মাঝখানে অস্ত্র হাতে নাচতে দেখা যাচ্ছে।
ঘটনাটি ঘটেছে ভারতের ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের লখনৌতে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ওই নারী একজন ইউটিউবার, সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয়। এ সময় তরুণীকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল একের পর গাড়ি। দূরে কয়েক জন দাঁড়িয়ে তরুণীর এই কীর্তিকলাপ দেখছিলেন। জানা গেছে, যে তরুণীকে পিস্তল হাতে রিল ভিডিও বানাতে দেখা গেছে তার নাম সিমরন যাদব। তিনি উত্তরপ্রদেশের লখনৌতে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। এই ভিডিও অ্যাডভোকেট কল্যাণজি চৌধুরী নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছেন।