অবশেষে মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৪৫ জন বাংলাদেশি। তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে এটি সম্পন্ন করতে কিছু সময় লাগবে বলে জানান কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম।
অবশেষে ফিরলেন ৪৫ বাংলাদেশি, হস্তান্তর নিয়ে যা বলল পুলিশ
রোববার (৯ জুন) বঙ্গোপসাগরের শূন্যরেখার জলসীমায় আসা মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ইউএমএস চিন ডুইন থেকে ওই বাংলাদেশিদের দেশের নৌবাহিনীর একটি ছোট্ট জাহাজে কক্সবাজার শহরে আনা হয়। সকাল ৯টার পরই তারা বাঁকখালী নদীর মোহনাসংলগ্ন নুনিয়াছড়াস্থ বিআইডব্লিটিএ’র জেটি ঘাট এসে পৌঁছান। একই সময় অপর একটি গামবোটে ঘাটে আসে মিয়ানমারের ৫ সদস্যের প্রতিনিধি দল।
পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম জানান, ৪৫ বাংলাদেশিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলছে। এখানে কোনো অপরাধী বা মামলার আসামি রয়েছে কিনা তা দেখা হচ্ছে। আসামি থাকলে তাদের আইনগত প্রক্রিয়া জন্য আদালতে পাঠানো হবে। না হয় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।