ভারতের লোকসভা নির্বাচনে চলছে কথার লড়াই। বর্তমানে কেন্দ্রে ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জয়ী হলে তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। কিন্তু বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট জয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
এ নিয়ে বিরোধী জোটকে কটাক্ষ করে আসছেন স্বয়ং নরেন্দ্র মোদি। এবার মোদির কটাক্ষের জবাব দিলেন জোটের শরিক শিবসেনার নেতা উদ্ধব ঠাকরে। তিনি বলেন, জোটের প্রধানমন্ত্রী কে হবেন, সে সিদ্ধান্ত নেওয়া আছে। তবে, ফল প্রকাশের আগে তা জানানো হবে না।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে ২৮২ আসনে জয় পেয়ে ক্ষমতায় আসে বিজেপির নেতৃত্বে গঠিত এনডিএ জোট। ২০১৯ সালের নির্বাচনে তাদের আসন সংখ্যা ছাড়িয়ে যায় ৩ শর কোটা।
ভারতে কট্টর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আবার নির্বাচিত হতে বদ্ধপরিকর নরেন্দ্র মোদির বিজেপি। এবার তাদের লক্ষ্য ৪ শতাধিক আসনে জয়। সেই লক্ষ্যেই গোটা দেশ চষে বেড়াচ্ছেন নরেন্দ্র মোদি।
এদিকে, বিজেপিকে রুখতে ২০২৩ সালের জুলাইয়ে গঠিত হয় ইন্ডিয়া জোট। কংগ্রেসের নেতৃত্বে জোটে রয়েছে ২৮ রাজনৈতিক দল। এ জোট নিয়ে শুরু থেকেই কটাক্ষ করে আসছে ক্ষমতাসীন বিজেপি। ভোটের প্রচারে ইন্ডিয়া জোটকে এক হাত নিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। তাদের প্রধানমন্ত্রী পদে কে থাকবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
মোদির এসব সমালোচনার জবাব দিল ইন্ডিয়া জোট। শনিবার এক সংবাদ সম্মেলনে অন্যতম শরিক শিব সেনার (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে জানান, জোটের প্রধানমন্ত্রী কে হবে, তার সিদ্ধান্ত নেওয়া আছে। তবে ভোটের ফল প্রকাশের আগে কোনো ঘোষণা আসবে না বলেও জানান তিনি।
এসময়, মোদিকে এক হাত নেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, মোদি অন্তত স্বীকার করেছেন যে, প্রধানমন্ত্রী পদের জন্য ইন্ডিয়া জোটে অনেক মুখ রয়েছে। বিজেপির কাছে আর কোনো মুখ নেই।
এর আগে গত মাসে একই ইঙ্গিত দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেসময় সাংবাদিকদের রাহুল জানান, ফলপ্রকাশের পর প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবে জোট।