পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, ডিএসইর লেনদেন ছাড়াল ৯০০ কোটি
স্টাফ রিপোর্টার : দৈনিক হেমন্ত কাল
-
আপডেটের সময় :
রবিবার, ৭ জুলাই, ২০২৪
-
২৩১
টাইম ভিউ :
পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, ডিএসইর লেনদেন ছাড়াল ৯০০ কোটি
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন হয়েছে। পাশাপাশি লেনদেন বেড়েছে উভয় শেয়ারবাজারেই। আর ডিএসইর লেনদেন ছাড়িয়েছে ৯শ’ কোটি টাকা।
পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, ডিএসইর লেনদেন ছাড়াল ৯০০ কোটি
রোববার (৭ জুলাই) পুঁজিবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে রোববার বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬১ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৫৮ দশমিক ৯৪ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৩ দশমিক ১৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৬ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৯৬৪ দশমিক ৪৯ পয়েন্ট ও ১ হাজার ২১৪ দশমিক ৮৩ পয়েন্টে।
ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৯০৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৭০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১৩৮ কোটি ৭ লাখ টাকা।
এছাড়া রোববার ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩০৫টি কোম্পানির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে ছিল সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। এছাড়া ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ওরিয়ন ফার্মা, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, তৌফিকা ফুডস এবং লাভলো আইসক্রিম পিএলসি, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইজেনারেশন লিমিটেড ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে রোববার সার্বিক সূচক সিএএসপিআই ২৪৯ দশমিক ৫০ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৪৫ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৭১৩ দশমিক ০২ পয়েন্টে ও ৯ হাজার ৪৬০ দশমিক ৫১ পয়েন্টে।
আর সিএসই-৫০ সূচক ১৪ দশমিক ৭৬ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ১০৯ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২৪ দশমিক ৯৭ পয়েন্টে ও ১২ হাজার ২৬৫ দশমিক ৩৯ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক ১৫ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ১৭৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১৫৪ কোটি ৯৭ লাখ টাকা।
সিএসইতে ২৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১২টির, কমেছে ৪২টির ও অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারদর।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর