রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম:
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৪ জন আসামী গ্রেফতার করা হয়। বাকৃবিতে ভাড়াটিয়ার সাথে স্থানীয় মসজিদের মাইকে সেহরির সময় ডাকা-ডাকিকে কেন্দ্র করে হট্টখোল মোহনগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম যুবদল নেতা বহিস্কার গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৪ জন আসামী গ্রেফতার করা হয় তৃতীয় বিয়ের পরেও বদলায়নি শিক্ষকের স্বভাব; যৌন হয়রানির শিকার মুক্তাগাছা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী! সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার গাজীপুরে সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে ময়মনসিংহে উত্তাল মানববন্ধন ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সাথে ইফতার মাহফিল জাকিরের টক-মিষ্টি জিলাপির সঙ্গে কেউ টেক্কা দিতে পারে না, দৈনিক বিক্রি লাখ-টাকার উপরে এই জিলাপি মোহনগঞ্জ থানা ঘেরাও রাব্বী হত্যার প্রধান আসামী গ্রেফতারের দাবী

দাম হাঁকা হচ্ছে লাখ টাকা – রাজস্থানের উট গাবতলীতে

রিপোর্টারের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৯৮ টাইম ভিউ :
দাম হাঁকা হচ্ছে লাখ টাকা - রাজস্থানের উট গাবতলীতে
দাম হাঁকা হচ্ছে লাখ টাকা - রাজস্থানের উট গাবতলীতে

দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। হাতে সময় আছে আর এক সপ্তাহের মতো। এরই মধ্যে ঢাকার পশুর হাটগুলো বসে গেছে। সেখানে আসা শুরু করেছে কোরবানির পশু। প্রতি ঈদুল আজহায় বিত্তবানরা বড় গরুর পাশাপাশি উট-দুম্বা কোরবানি দিয়ে থাকেন। তাদের জন্য এবারও গাবতলী পশুর হাটে ভারতের রাজস্থানের পুষ্কর থেকে আনা উট-দুম্বা তোলা হয়েছে। এক জোড়া উটের দাম হাঁকা হচ্ছে ৬০ লাখ টাকা। সে হিসেবে একটি উটের ৩০ লাখ টাকা দাম হচ্ছে।

দাম হাঁকা হচ্ছে লাখ টাকা - রাজস্থানের উট গাবতলীতে

দাম হাঁকা হচ্ছে লাখ টাকা – রাজস্থানের উট গাবতলীতে

সোমবার (১০ জুন) গাবতলী পশুর হাটে গিয়ে এমনটি দেখা যায়। এসব উট-দুম্বা রাখা হয়েছে হাটের প্রধান সড়কের পাশে। আর উৎসুক জনতা ঘিরে ধরেছে এই মরুভূমির জাহাজকে। কেউ সেলফি তোলায় ব্যস্ত, কেউ আবার ভিডিও করছেন। দুটি উটের জন্য দেখা গেছে কয়েক ডজন ইউটিউবারকে। তারা ভিডিও তৈরিতে ব্যস্ত। তবে উট দেখার মানুষ থাকলেও ক্রেতা চোখে পড়েনি একজনও।

মিরপুর পল্লবী থেকে এসেছেন কমার্স কলেজের শিক্ষার্থী রাকিব হাসান, মারুফ হাসান, ঐশি, স্বপ্না ও আয়ানসহ অনেকে। এসব শিক্ষার্থী মূলত কোরবানির পশু দেখতে হাটে এসেছেন।

মারুফ বলেন, আব্বু গ্রামের বাড়ি গাজীপুরে কোরবানি দেন। আমরা গরু কিনে ফেলেছি। তারপরও হাটে বন্ধুদের সঙ্গে এসেছি গরু দেখতে। এর মধ্যেই দেখি হাটে উট এসেছে। তাই উট দেখছি, খুব ভালো লাগছে।

বিশ্বের সবচেয়ে বড় উটের মেলা হয় রাজস্থানের পুষ্করে। শুধুমাত্র এই মেলা দেখার জন্য প্রচুর দেশি-বিদেশি পর্যটক এখানে আসেন। পর্যটকদের পাশাপাশি বাংলাদেশ থেকে অনেক ক্রেতাও যান উট কিনতে। গাবতলী কোটবাড়ি এলাকার শিপু দুটি উট এক মাস আগে কিনেছেন। এরপর সড়কপথে উট দুটি বৈধ উপায়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

মালিক শিপুর দাবি, প্রতি উটে ১৫-১৭ মণ মাংস মিলবে। তিনি উটের ব্যবসার সঙ্গে ১৫-১৬ বছর জড়িত বলে দাবি করেন। পরিচর্যা হিসেবে ঘাস, কুড়া ও ভুসি খাওয়ানো হচ্ছে উট দুটিতে।

শিপু বলেন, রাজস্থান থেকে দুটি উট নিয়ে এসে হাটে তুলেছি। আমাদের মূল উদ্দেশ্য কোরবানির সময় বিক্রি করা। আমরা প্রতি উটের দাম চাচ্ছি ৩০ লাখ টাকা। তবে ২৮ লাখ হলে বিক্রি করবো। ১৫ থেকে ১৭ মণ মাংস হবে প্রতি উটে।

হাটে দুম্বাও বিক্রি হচ্ছে। এই দুম্বাগুলোও রাজস্থান থেকে দেশে আনা হয়েছে। প্রতি দুম্বার দাম হাঁকা হচ্ছে ৩ লাখ টাকা। দাবি করা হচ্ছে এসব দুম্বা থেকে ১০০ কেজি মাংস মিলবে। দুম্বা মূলত ভেড়ার মতো দেখতে। পালনও একইভাবে করা হয়। এরা প্রতিদিন ভুসি, খৈল, ডালের খোসা ও চালে কুঁড়ো এবং নেপিয়ার ঘাস খায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

All rights © 2024 ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Esaitbd Soft Lab- UAE/BD