বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।
তিনি বলেন, র্যাব-১৪’র একটি দল মোহনগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।”