এক রাতের মধ্যেই ছয় শতাধিক বেলুনে ভরে দক্ষিণ কোরিয়ায় ময়লা আবর্জনা পাঠিয়ে উত্তর কোরিয়ার। রোববার (০২ জুন) সিউলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। এ ঘটনাকে পার্শ্ববর্তী দেশের উস্কানি বলছে দক্ষিণ কোরিয়া। খবর রয়টার্সের
ওই বেলুনে সিগারেটের ফিল্টার, জামা কাপরের টুকরা, কাগরের স্তূপ এবং প্লাস্টিক রয়েছে। স্থানীয় সময় শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ১০টার মধ্যে এগুলো রাজধানী সিউলে পাঠানো হয়। দেশটির সেনাপ্রধান এ তথ্য জানান।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, যে স্থান থেকে বেলুনগুলো পাঠানো হচ্ছে তা পর্যবেক্ষণে রাখা হয়েছে। বেলুনগুলোকে নিচে নামিয়ে আনা হচ্ছে। এগুলোতে বড় বড় ব্যাগ বাঁধা রয়েছে।
এর আগে গত বুধবার ময়লা আবর্জনা ভর্তি শতাধিক বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠায় উত্তর কোরিয়া। এতে সিউল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।
এদিকে সিঙ্গাপুরে শাংগ্রি-লা নিরাপত্তা বৈঠকের ফাঁকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন শিক যুক্তরাষ্ট্রের প্রতিরকষামন্ত্রী অস্টিন লয়েডের সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি বলেন, বেলুনগুলো যুদ্ধবিরতি যুক্তি লঙ্ঘন করেছে।